লক্ষ্য ও উদ্দেশ্য

  • ১. সাহাবায়ে কেরাম, আইমমায়ে মুজতাহিদীন, আকাবিরে দ্বীন ও সালাফে সালেহীনের আদর্শকে প্রতিষ্ঠা করা।
  • ২. সকল প্রকার বাতিল ফেরকা তথা ভ্রান্ত মতবাদ সমূহের মোকেবেলা ও মুলোৎপাটন করা।
  • ৩. ইসলামের বিশুদ্ধ আকীদা-বিশ্বাস জনসাধারণের সামনে তুলে ধরা।
  • ৪. জীবনের সর্বক্ষেত্রে দ্বীন প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা করা।
  • ৫. মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেয়ার লক্ষ্যে তাযকিয়ায়ে নফসের প্রশিক্ষণ দান।
  • ৬. শিক্ষার্থীদেরকে ইসলামের জন্য আত্মনিবেদিত মুবালিগ ও অভিজ্ঞ আলেম রুপে গড়ে তোলা।