কওমী মাদরাসা

বাংলাদেশসহ সারাবিশ্বে ইসলামী শিক্ষার প্রচার-প্রসার ও আদর্শ জাতি গঠনের ক্ষেত্রে কওমী মাদরাসাসমূহের অবদান অপরিসীম। তারই ধারাবাহিকতায় যোগ্য আলেম তৈরীর উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় বাইতুল আমান মাদরাসা-মসজিদ ও এতিমখানা কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ!

এ সফল দ্বীনি প্রতিষ্ঠান সম্পর্কে আপনার জ্ঞাতব্য এবং আপনার প্রতি আবেদন

বিগত চার বছরের প্রধান অগ্রগতি সমূহ

  • বোর্ড পরীক্ষায় শীর্ষ ফলাফল
  • মাধ্যমিক স্তর থেকে দাওরায়ে হাদীস (মাষ্টার্স) পর্যন্ত উন্নিতকরণ
  • দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা চালু
  • টিনসেড ঘর হতে সাততলা নিজস্ব ভবনে গমন
  • ছোট্ট লাইব্রেরী হতে বিশাল গ্রন্থাগার
  • সেমিষ্টার পদ্ধতিতে তিন বছরের মধ্যে হিফজুল কুরআন সম্পন্ন করানোর আপ্রাণ চেষ্টা
  • দেশের শীর্ষ আলেম ও শিক্ষক মণ্ডলীর দ্বারা পাঠদান
  • সর্বস্তরের জনগণের যুগজিজ্ঞাসার জন্য অভিজ্ঞ মুফতী সাহেবগণের মাধ্যমে পরিচালিত ফাতাওয়া বিভাগ
  • লাইব্রেরী থেকে ছাত্রদেরকে ফ্রি পাঠ্যপুস্তক উত্তোলনের ব্যবস্থা
  • বক্তৃতা, রচনা, প্রবন্ধ ও সাধারণ জ্ঞানে পারদর্শিতা অর্জন

বর্তমান কার্যক্রম

  • ছয়তলা মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের নির্মাণ সম্পন্ন এবং সাত তলা নির্মাণাধীন
  • ৩১ জন সুশিক্ষিত আলেম দ্বারা শিক্ষা কার্যক্রম নিয়মিত চলছে, অন্যান্য স্টাফ আরো ৭ জন
  • হিফজখানা, নূরানী-মক্তব ও কিতাব বিভাগে দাওরায়ে হাদিস (মাষ্টার্স) পর্যন্ত সারা দেশ থেকে আসা ছাত্র সংখ্যা মোট ৪৫০ জন
  • মোট ৪৫০ জন ছাত্রের মধ্যে প্রায় ৪০০ জন এতিম, গরীব ও অসহায়। যাদের থাকা-খাওয়া, চিকিৎসা ও যাবতীয় ব্যয় ভার মাদ্রাসা বহন করে
  • দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও সময়োপযোগী শিক্ষা কার্যক্রম চলছে
  • এই প্রতিষ্ঠানের আনুমানিক মাসিক খরচ ৮-১০ লক্ষ টাকা; যা আল্লাহর দয়া ও আপনাদের সহযোগীতার মাধ্যমেই পাওয়া সম্ভব


এই দ্বীনি প্রতিষ্ঠানকে যেভাবে সাহায্য করতে পারেন

  • এককালীন দান
  • মাসিক বা বাৎসরিক নিয়মিত দান
  • যাকাত ও ফিৎরা বাবদ দান
  • কোরবানির চামড়া দান
  • পশু, চাল বা অন্যান্য খাদ্রদ্রব্য দান
  • বই, কিতাব ইত্যাদি দান
  • অন্য যেকোন রকমের অনুদান
  • এক বা একাধিক এতিমের দায়িত্ব গ্রহণ

দ্বীনি কাজে সাহায্য করার ফজিলত

  • হুজুর (সাঃ) বলেন, আমি এবং এতিমের দায়িত্ব গ্রহণকারীরা জান্নাতে একসাথে থাকব (মুসলিম শরীফ)
  • যে ব্যক্তি পরিতৃপ্ত ভরা পেটে থাকে, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে মুমিন নয়। মাজমাউয যাওয়ায়িদ ৮/১৬৭
  • দান-সদকা জাহান্নাম থেকে মুক্তির উপায় (তারগীব)
  • হুজুর (সাঃ) বলেন, যদি তুমি অন্তর নরম করতে চাও, তবে মিসকীনদের খাওয়াও এবং এতিমদের মাথায় হাত বুলাও (তারগীব)
  • দান-সদকা আল্লাহ তায়ালার ক্রোধ প্রশমিত করে (তারগীব)
  • দান-সদকা গুনাহ মিটিয়ে দেয় এবং গুনাহের আগুন নিভিয়ে দেয় (তারগীব)
  • সদকার মাধ্যমে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন (তারগীব)
  • আল্লাহ তা’আলার মনোনিত দ্বীন ‘ইসলাম’।

    ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তার শিক্ষা ব্যবস্থাই জাতির উন্নতির সোপান। সূশীল সমাজ বিনির্মানের চাবিকাঠি। সুন্দর সমাজ গড়ার পূর্বশর্ত। সকল প্রকার অসভ্যতা দূরিকরনের হাতিয়ার। এর মাঝেই রয়েছে ইহকালীন ও পরকালীন সার্বিক কল্যাণ ও মুক্তির নিশ্চয়তা। কল্যাণকামী আদর্শ জাতির সার্বজনীন এই শিক্ষার কোন বিকল্প নেই।

    বাংলাদেশসহ সারাবিশ্বে ইসলামী শিক্ষার প্রচার-প্রসার ও আদর্শ জাতি গঠনের ক্ষেত্রে কওমী মাদরাসাসমূহের অবদান অপরিসীম। তারই ধারাবাহিকতায় যোগ্য আলেম তৈরীর উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় বাইতুল আমান মাদরাসা-মসজিদ ও এতিমখানা কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ! আমাদের অত্র প্রতিষ্ঠান বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। আল্লাহ তা’আলার রহমতে দিন দিন এ শিক্ষা প্রতিষ্ঠান তার অভিষ্ট লক্ষ্যে অগ্রসরমান।

    মাদ্রাসা প্রধানদের বাণী

    আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় আমল হল ওয়াক্তমত নামায আদায় করা।- বোখারী।

    রেগুলার আপডেট পেতে নাম ও ইমেইল লিখে সাবমিট বাটনে প্রেস করুন-

    Newsletter: