অন্যান্য কার্যক্রমসমূহ

ফাতাওয়া বিভাগ: এ বিভাগ থেকে কুরআন-সুন্নাহ ও ইসলামী আইনশাস্ত্রের আলোকে দেশ-বিদেশ থেকে প্রেরিত দৈনন্দিন জীবনের যাবতীয় জিজ্ঞাসা ও সমস্যাবলীর প্রামাণ্য ও নির্ভরযোগ্য শর’য়ী সমাধান প্রদান করা হয়।

মাকতাবা/গ্রন্থাগার: মাদরাসার একটি কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে। এতে তাফসীর, হাদীস, ফিক্হ, ফাতাওয়া, আরবী সাহিত্য, ইতিহাসসহ বহু বিষয়ের উপর দেশ-বিদেশ হতে সংগৃহিত সুলভ ও দূর্লভ প্রাচীন ও আধুনিক অনেক কিতাব রয়েছে। কিন্তু চাহিদার তুলনায় তা একেবারেই অপ্রতুল। যার ফলে অনেক সময় গবেষণারত ছাত্রদের বাইরের বিভিন্ন লাইব্রেরীর দ্বারস্ত হতে হয়। এতে গবেষণা কাজ প্রায়ই ব্যাহত হয়। তাই গ্রন্থাগারটিকে আরো সমৃদ্ধশালী করা প্রয়োজন। এ খাতে প্রায় সাময়িকভাবে পঞ্চাশ লক্ষাধিক টাকার প্রয়োজন রয়েছে।

পাঠাগার: ছাত্রদের সাহিত্যচর্চা ও বহুমূখী প্রতিভা বিকাশের জন্য এ ব্যবস্থা রাখা হয়েছে।

দেয়ালপত্রিকা: ছাত্রদের লিখনি অস্ত্র ক্ষুরধার করার জন্য আরবী-বাংলা দেয়ালিকা প্রকাশ করা হয়।

প্রতিযোগিতামূলক বক্তৃতা প্রশিক্ষণ: কুরআন-হাদীসের জ্ঞানার্জনের পর সর্বসাধারণের মাঝে দক্ষতার সাথে ইসলামের প্রচার-প্রসারে ভূমিকা রাখার জন্য তালেবুল ইল্মদেরকে আরবী, বাংলা ও ইংরেজীতে বিভিন্ন বিষয়ে বিশেষ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়।

দাওয়াত ও তাবলীগ: এ বিভাগের আওতায় ছাত্রদেরকে ইসলামী জীবন গঠন ও সমাজে দ্বীনী দাওয়াত প্রদানের বাস্তব প্রশিক্ষণ করানো হয় এবং তাবলিগ জামা’আতের সঙ্গে সম্পৃক্ত করে তাবলীগী কার্যক্রম আঞ্জাম দেয়া হয়।

ইংরেজী ও কম্পিউটার প্রশিক্ষণ: এ বিভাগে যুগ-জিজ্ঞাসা ও সময়ের দাবী পূরণের ক্ষেত্রে সচেতন করে তোলার জন্য শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও কম্পিউটার বিশেষভাবে শিক্ষা দেয়া হয়।

স্বল্পমেয়াদী ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্স: বিভিন্ন সময়ে বিশেষত রমযানে ২০ দিনব্যাপী অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে নাহু, সরফ (আরবী ভাষা ব্যাকরণ), আদব ও কুরআন শরীফ শিক্ষা কোর্সের ব্যবস্থা করা হ। বয়স্ক শিক্ষা কার্যক্রম: জনসাধারণকে বিশুদ্ধভাবে কুরআনুল কারীম ও জরুরী মাসআলা-মাসাইল শিক্ষাদানের জন্য এ ব্যবস্থা রাখা হয়েছে।

নৈশ মাদরাসা কার্যক্রম: বয়স্ক জেনারেল শিক্ষায় শিক্ষিতদের জন্য স্বল্পসময়ে নৈশ শিক্ষার ব্যবস্থা রয়েছে।

এতিমখানা: এতে এতিম ছাত্রদের থাকা-খাওয়া ও চিকিৎসা ইত্যাদির পূর্ণ বা আংশিক ফ্রি ব্যবস্থা রয়েছে।

লিল্লাহ্ বোর্ডিং: এতে মেধাবী গরিব ছাত্রদের পূর্ণ বা আংশিক ফ্রি খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বচ্ছল ছাত্ররাও এখান থেকে পূর্ণ খরচ দিয়ে খাবার ব্যবস্থা করতে পারে।

দারুল ইকামা বা হোস্টেল কার্যক্রম: শিক্ষা-দিক্ষা ও গবেষণার সুবিধার্থে আবাসিক থাকার ব্যবস্থা।